IP Address
IP Address কি? যদি আপনি না জানেন IP Address কি, তাহলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। পৃথিবীতে যত লক্ষ লক্ষ লোক computer ব্যবহার করেন তাদের মধ্যে অধিকাংশই হয়তো এই শব্দটির মানে জানেন না। সত্যি কথা বলতে এটি কোন দোষের ব্যাপার নয়।
কারণ আমাদের IP Address নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, IP Address হল আমাদের কাছে internet এ প্রবেশ করার পাসপোর্ট এর মত।
ছোট্ট করে বলতে গেলে বলতে হয়, IP Address হল আপনার computer এর network address যার ওপর নির্ভর করে internet এর অন্য সমস্ত computer আপনার computer এর সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
IP Address সম্বন্ধে একটা খুব আকর্ষণীয় তথ্য হলো পৃথিবীতে যত সংখ্যক লোক computer ব্যবহার করে তাদের মধ্যে 98% লোক এটা জানে না যে IP Address কেমন দেখতে হয়।
তবে চলুন IP Address সম্বন্ধে জানার আগে 98% লোকের থেকে একটু এগিয়ে থাকি এবং দেখে নেই এই IP Address কেমন দেখতে হয়।
2501:3040:2b9a:73e5:69f1:b895:f1a6:f16d
IP Address কি? – What is IP Address in Bangla
IP address এর Full form হল Internet Protocol address।
IP Address হল network hardware এর একটি identification number যার সাহায্যে আইপি বেস্ট network (অর্থাৎ internet) মধ্যে থাকা ডিভাইসগুলি একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
অর্থাৎ সহজভাবে বলতে গেলে বলতে হয় আমাদের বাড়ির যেমন একটি ঠিকানা আছে, IP Address টা আমাদের computer এর ঠিকানা।
বাড়িতে কোনো চিঠি পাঠাতে গেলে যেমন সঠিক ঠিকানা না দিলে চিঠি গিয়ে পৌঁছবে ন্ তেমনি email পাঠাতে গেলে যদি সঠিক IP Address না দেওয়া হয় তাহলে চিঠি চিঠি জায়গামতো গিয়ে পৌঁছবে না।
ড্রেস হল একটি ইউনিক address। অর্থাৎ প্রতিটি computer অথবা মোবাইল ফোনের IP Address আলাদা আলাদা হয়ে থাকে। internet এর সাথে যুক্ত দুটি ডিভাইসের IP Address কখনো সমান হতে পারে না।
ইংরেজিতে protocol শব্দের অর্থ standard of guidelines, অর্থাৎ একটি নির্দিষ্ট নিয়ম যা একটি সিস্টেমকে চালাতে সাহায্য করে।
যদি কোন network বা কোন যন্ত্র internet এর অংশ হতে চায় বা internet এর অংশ হয়ে কাজ করতে চায় তাহলে তাকে এই guideline মেনে নিজের structure তৈরি করতে হবে।
কোন যন্ত্রের IP Address থাকা সেই guidelines একটি অংশ। সুতরাং বলা যায় internet এর সাথে যুক্ত সমস্ত একটি নিজস্ব ডিজিটাল address রয়েছে, যাকে আমরা এখানে IP Address বলছি।
অবশ্যই পড়ুন
- নেটওয়ার্ক কি ? বিভিন্ন প্রকার নেটওয়ার্ক তাদের ব্যবহার ও সুবিধা
- স্প্যাম কি? স্প্যামের কয়েকটি প্রধান ধরন
- ইন্টারনেট কি? ইন্টারনেটের সুবিধা-অসুবিধা ও ব্যবহার
বিভিন্ন ধরনের IP Address – Types of IP Address
বিভিন্ন ধরনের ip-address রয়েছে। যদিও সব IP Address কিছু number এবং কিছু লেটার দিয়ে গঠিত কিন্তু এক এক ধরনের IP Address এর কাজ এক এক রকম।
IP Address এর প্রধান ধরন গুলি হল-
- Private IP Addresses
- Public IP Addresses
- Static IP Addresses
- Dynamic IP Addresses
Private IP Address
এই ধরনের IP Address প্রধানত অন্য একটি network এর মধ্যে ব্যবহার করা হয়, যেমন কোন একটি অফিসের যে network থাকে সেখানে প্রাইভেট IP Address ব্যবহার করা হয়।
এই ধরনের IP Address ব্যবহার করে শুধুমাত্র ওই network এর অন্তর্ভুক্ত বিভিন্ন ডিভাইসগুলি তাদের নিজেদের মধ্যে কমিউনিকেট করে থাকে।
Public IP Address
যখন কোন network internet সার্ভিস প্রোভাইডার এর সঙ্গে যুক্ত হয় তখন তাতে পাবলিক IP Address ব্যবহার করা হয়।
Dynamic IP Address
যে IP Address DHCP server দ্বারা assign করা হয় তাকে ডাইনামিক IP Address বলা হয়ে থাকে।
Static IP Address
এই ধরনের IP Address গুলি সাধারণত ব্যবহারকারী কর্তৃক assign করা হয়।
IP Address এর Versions (IPv4 vs IPv6)
বর্তমানে বিশ্বে দুটি IP Address ব্যবহার করা হয়। IPv4 এবং IPv6। IP Address । 1983 সালে Arpanet দ্বারা বিকাশ করা হয়েছিল।
IPv4 ঠিকানা গুলি 32 বিট এর হয়। IPv 4 সাধারণত Dot-Decimal Notation হিসাবে উপস্থাপিত হয়। যার চারটি অংশ পয়েন্ট দাঁড়া পৃথক করা থাকে এবং প্রতিটি অংশ 8 Bits।
কিন্তু সময়ের সাথে সাথে internet ব্যবহারকারীদের বৃদ্ধি পাওয়ার কারণে আরও বাশি IP Address এর প্রয়োজন হয়, যার কারনে 1995 সালে Internet Protocol 6 হিসাবে পরিচিত সিস্টেমটি ব্যবহার করে IP address 132 was redesign করা হয়েছিল ।
বর্তমানে, IPv 4 এবং IPv 6 উভয়ই আধুনিক ডিভাইসে ব্যবহৃত হয়।
IPv 4 এবং IPv6 এর মধ্যে IPv 5 এর Experiment Internet Protocol Stream উপর ভিত্তি করে তৈরি করা হয়ে ছিল। তবে IPv 5 কখনও চালু করা হয়নি।
IP Address এর কাজের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত।
Class A
এই IP Addressর -1.0.0 1 থেকে 120.134.254.255 পর্যন্ত পরিসীমা। এটি একটি বৃহত network যা একাধিক ডিভাইস দ্বারা সজ্জিত।
Class B
এই IP Addressর পরিধি 128.1.0.1 থেকে 191.255.255.254 অবধি। এবং এটি মাঝারি আকারের network সমর্থন করে
Class C
এই IP Addressর পরিধি 193.0.1.1 থেকে 223.255.254.254 অবধি। এবং এটি 256 এরও কম ডিভাইস সমন্বিত একটি ছোট network।
Class D
এই IP Addressর পরিধি – 229.0.0.0 থেকে 239.255.255.255। যা মাল্টিকাস্ট গ্রুপগুলির জন্য সংরক্ষিত।
Class E
এই IP Addressর পরিধি 240.0.0.1 থেকে 254.255.255.254 অবধি। এটি এমন একটি ভবিষ্যত প্রযুক্তি যা ব্যবহার করে গবেষণা এবং উন্নয়ন কাজ করা হচ্ছে।