Skip to content
Home » SMARTPHONE – স্মার্টফোন » মোবাইল হটস্পট এবং wifi hotspot কি

মোবাইল হটস্পট এবং wifi hotspot কি

আপনাকে কি কখনো এই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে, যেখানে আপনার কম্পিউটারে কোনরকম ওয়াইফাই কানেকশন নেই তাই আপনি আপনার কম্পিউটার এ ইন্টারনেট ব্যাবহার করতে পারছেন না, কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা রয়েছে?
এই রকম পরিস্থিতিতে আপনি আপনার মোবাইলটিকেই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন এবং মোবাইল ফোনে যে সুবিধার মাধ্যমে এ কাজটি করা সম্ভব সেটিকে হটস্পট বা মোবাইল হটস্পট বলা হয়।
আমরা সকলেই কমবেশি এই শব্দটি আগে শুনেছি কারণ বর্তমানে মোবাইলের এই ফিচারটি প্রায় সমস্ত স্মার্টফোনেই রয়েছে। এই আর্টিকেলটিতে আমরা আজকে হটস্পট বা মোবাইল হটস্পট সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো।

হটস্পট এবং মোবাইল হটস্পট কি

হটস্পট সম্পর্কিত অন্যান্য বিষয় গুলি আলোচনা করার আগে একটা জিনিস স্পষ্ট ভাবে জেনে নেওয়া খুবই প্রয়োজনীয় ৷ সাধারনত আমরা “হটস্পট” এবং “মোবাইল হটস্পট” শব্দগুলিকে একই অর্থে ব্যাবহার করে থাকি, কিন্তু আসলে তাদের আলাদা অর্থ রয়েছে।

হটস্পট

আসুন তাহলে জেনে নেওয়া যাক হটস্পট জিনিসটা আসলে কি। হটস্পট হল মূলত একটি ভৌগলিক অবস্থান বা একটি স্থান যেখানে অবস্থান করলে ব্যবহারকারী WLAN (Wide Lan Area Network) এর মাদ্ধমে ইন্টারনেট একসেস করতে পারেন।

একটি হটস্পট নেটওয়ার্কে প্রধানত দুটি উপাদান থাকে যার নাম ‘ মডেম ‘ এবং ‘ ওয়্যারলেস নেটওয়ার্ক ‘। পাবলিক হটস্পটগুলি সাধারণত ইন্টারনেট অ্যাক্সেস প্রদানের জন্য একটি  WAP (ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট) ব্যবহার করে। এতে রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ নেটওয়ার্কের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থান থেকে বিভিন্ন দিকে এই রেডিও সিগন্যাল টিকে ছড়িয়ে দেওয়া হয় ।
এই রেডিও সিগন্যাল যত দূরত্বে যায় তত দুর্বল হয়ে পড়ে।

সুতরাং সহজভাবে বলতে গেলে বলতে হয় – হটস্পট হল একটি নির্দিষ্ট স্থান যেখানে WLAN এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করা সম্ভব । 

মোবাইল হটস্পট

মোবাইল হটস্পট একটি পোর্টেবল হটস্পট যা একটি সীমিত পরিসর এর মধ্যে কাজ করতে সক্ষম ।
অন্যান্য ধরনের হটস্পট এর সাথে এর পার্থক্য এটাই যে এটা খুব অল্প পরিসরের মধ্যে কাজ করতে সক্ষম। অন্যদিকে যদি আমরা ওয়াইফাই হটস্পট এর কথা চিন্তা করি সেখানে প্রয়োজন অনুসারে ওয়াইফাই নেটওয়ার্কে বহুদূর পর্যন্ত প্রসারিত করা সম্ভব কিন্তু মোবাইল হটস্পট এর ক্ষেত্রে সেটা করা সম্ভব নয় ।

মোবাইল হটস্পট ব্যবহার এর সুবিধা কি কি?

যারা ঘন ঘন ভ্রমণ করেন এবং তাদের ডিভাইসের জন্য সর্বদা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় তাদের জন্য মোবাইল হটস্পট খুবই গুরুত্বপূর্ণ। 
আপনি যদি আপনার সব রকম ডিভাইস কে ইন্টারনেট এর সাথে সমজুক্ত করতে পারেন এর চেয়ে বড় সুবিধা আর কী হতে পারে। আপনি মোবাইল হটস্পটের মাধ্যমে একসাথে অনেকগুলি ডিভাইস এ খুব সহজে ইন্টারনেট ব্যাবহার করতে পারেন ৷ এবং এটা করার জন্য আপনাকে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা করে ইন্টারনেট কানেকশন নিতে হবে না ।

অ্যান্ড্রয়েড ডিভাইসে কীভাবে হটস্পট চালু করবেন

• প্রথমে মোবাইলের সেটিং অপশনে যান ।
• এর পর Connection অপশন টি ওপেন করুন।
• সেখানে থাকা Mobile hotspot and tethering সেটিংস খুলুন।
• এরপর Personal Hotspot বাটনটিতে প্রেস করুন 
• হটস্পট চালু করে দিন। 

মোবাইল হটস্পট সেটিং – কিভাবে ফোনে হটস্পট সেটিং করবেন

মোবাইল হটস্পট কে নিরাপদ ভাবে ব্যবহার করার জন্য এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করা অত্যন্ত প্রয়োজনীয়।
এই সেটিং গুলি হল
Network name – এখানে যে নামটি আপনি দেবেন ভবিষ্যতে সেই নামের মাধ্যমেই অন্যান্য ডিভাইস আপনার মোবাইল হটস্পট কে শনাক্ত করতে সক্ষম হবে ।
Password – এই মোবাইল নেটওয়ার্ক এর পাসওয়ার্ড নেটওয়ার্ক টিকে বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রক্ষা করবে।
Band – এই অপশনের মাধ্যমে মোবাইল হটস্পট টি কতদূর পর্যন্ত ব্যবহার করা যাবে সেটি নির্দিষ্ট করা সম্ভব। যদি মোবাইল হটস্পট টি অনেক দূরে কোন ডিভাইসে ব্যবহার করতে হয় সে ক্ষেত্রে 5GHz সনাক্ত করতে হবে অন্যথায় 2.4GHz ব্যান্ড ব্যবহার করা যেতে পারে।

error: