Fast charging এর মাধ্যমে আপনি আপনার ফোনটিকে স্বাভাবিকের চেয়ে অনেক তাড়াতাড়ি চার্জ করতে পারেন। বর্তমান তাড়াহুড়োর যুগে কারোর কাছে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকার সময় নেই। তাই এই ফাস্ট চার্জিং এর আবির্ভাব। ধরুন আপনি কোথাও বেরুচ্ছেন এবং সেই সময় আপনার নজর গেল ফোনের ব্যাটারির রেট সিগনাল এর উপর।
যদি আপনার ফোনটি fast charging সাপোর্ট করে সে ক্ষেত্রে মাত্র সামান্য কিছুক্ষণ চার্জ দিলে ফোনটি পর্যাপ্ত পরিমাণ চার্জ হয়ে যাবে যাতে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন।
সুতরাং fast charging থাকার কারণে আপনাকে দীর্ঘ সময় একই জায়গায় বসে ফোন চার্জ করতে হলো না।
এক্ষেত্রে phone এর charger এবং phone দুটিতেই fast charging function টি সাপোর্ট করতে হবে, যদি দুটির একটি ও fast charging function সাপোর্ট না করে তবে ফোন তার normal গতিতেই চার্জ হবে।
Fast charging কি ভাবে কাজ করে?
সংক্ষেপে বলতে গেলে ফাস্ট চার্জিং ব্যাটারীতে পাঠানোর কারেন্টের পরিমাণ বাড়িয়ে দেয় যাতে ব্যাটারিটি খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। এবং ভোল্টেজ যত বেশি হবে ব্যাটারি ও ততো তাড়াতাড়ি চার্জ হবে।
যেহেতু আমরা আমাদের আলোচনা তে volts, amps, এবং watts উল্লেখ করব, জেনে নেওয়া ভালো এগুলো কি। Volts হল voltage এর একটি পরিমাপ, amps হল current এর একটি পরিমাপ এবং watts বৈদ্যুতিক শক্তির একটি পরিমাপ।
একটি সাধারণ উপমা – বাগানে যখন নলের মাধ্যমে জল দেওয়া হয়: Volts হল ওই নলে জলের চাপ, current হল নলের মধ্যে দিয়ে জলের flow rate এবং wattage হল জলের পরিমান। সুতরাং watts হল Volts এবং amps এর গুন ফল।
watts (W) = volts (V) X amps (A)
Power output | 0.5 – 15W | 15 – 27W | 27 – 45W | 45 – 60W | 60 – 100W |
5V | 0.1 – 3.0A | 3.0A (15W cap) | 3.0A (15W cap) | 3.0A (15W cap) | 3.0A (15W cap) |
9V | 1.67 – 3.0A | 3.0A (27W cap) | 3.0A (27W cap) | 3.0A (27W cap) | |
15V | 1.8 – 3.0A | 3.0A (45W cap) | 3.0A (45W cap) | ||
20V | 2.25 – 3.0A | 3.0 – 5.0A |
সুতরাং 5V x 2A = 10W
তবে প্রতিটি battery fast charge হওয়ার একটা নির্দিষ্ট limit আছে charge controller (IC) এই বিষয়টি উপর নজর রাখে । battery তে আসা current এর পরিমান যদি ক্ষতিকারক level ক্রস করে তবে এই IC ব্যাটারিকে রক্ষা করে।
অবশ্যই পড়ুন
- লুডু গেম থেকে অর্থ উপার্জন করুন
- প্লে স্টোর কি এবং Playstore থেকে এপ ডাউনলোড করার নিয়ম
- ফিঙ্গারপ্রিন্ট লক এর সাহায্যে আপনার হোয়াটসঅ্যাপ কে আরও সুরক্ষিত করুন
Phone এ charge দেওয়ার Tip
কি করবেন
- এক বারে full charge না দিয়ে বার বার charge দেবেন
- charge দেবার জন্য phone এর charger ব্যবহার করবেন
- phone এর charge 40% থেকে 90% এর মধ্যে রাখুন
কি করবেন না
- কখনই সারা রাত phone charge এ দিয়ে রাখবেন না
- অন্য phone এর charger ব্যবহার করবেন না
- Phone 100% charge দেবেন না