IMEI numberকী
IMEI এর full form “International Mobile Equipment Identity” ।
সারা বিশ্বে যত মোবাইল ফোন রয়েছে তাদের প্রত্যেকটির একটি করে IMEI নাম্বার রয়েছে। IMEI নাম্বার ছাড়া কোন কোম্পানি তাদের মোবাইল বাজারে ছাড়তে পারে না। IMEI নাম্বার না থাকলে মোবাইল নেটওয়ার্ক গুলি সেই মোবাইল গুলির সঙ্গে কাজ করে না। আবার যে সব Deviceএ SIM card slot থাকে না সেই সব Deviceএর IMEI code ও থাকে না।
IMEI মানে “International Mobile Equipment Identity”, সহজ বাংলায় যার অর্থ আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম পরিচয়টি। এটি 15 digit এর একটি নাম্বার।
একটি মোবাইল এর IMEI number এর সাহায্যে কি কি জানা যায়?
ফোনের unique IMEI Number এর সাহায্যে যে সব তথ্য আমরা পেতে পারি তা হল –
- মোবাইল network
- কোন দেশের ফোন
- warranty information
- কোন তারিখে ফোন টি কেনা হয়েছে
- carrier information
- system version
- device specification
অবশ্যই পড়ুন
- প্লে স্টোর কি এবং Playstore থেকে এপ ডাউনলোড করার নিয়ম
- IMEI Number কী
- আপডেট কি এবং কিভাবে মোবাইলে সফটওয়্যার আপডেট দেওয়া উচিৎ
USSD code ব্যবহার করে কি ভাবে IMEI Number Check করবেন
কোন ফোনের IMEI number দেখার সব থেকে সোজা উপায় হল USSD code এর মাধ্যমে। এবং এই প্রক্রিয়ার সাহায্যে সব ফোনের IMEI number দেখা সম্ভব।
যে রকম ভাবে আমরা কোন বন্ধু কে ফোন করার সময় নাম্বার দায়াল করি তেমন করে, কী-প্যাড এর সাহায্যে *#06# দায়াল করলেই সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রীন এ IMEI number টি ভেসে উঠবে।