Skip to content
Home » SMARTPHONE – স্মার্টফোন » অ্যাপস – Apps » প্লে স্টোর কি এবং Playstore থেকে এপ ডাউনলোড করার নিয়ম

প্লে স্টোর কি এবং Playstore থেকে এপ ডাউনলোড করার নিয়ম

প্লে স্টোর হলো গুগলের তৈরি পৃথিবীর সব থেকে বড় অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। গুগল প্লে স্টোর কে গুগলের তৈরি অ্যান্ড্রয়েডের বাজার বললে ভুল বলা হবে না।  

গুগল প্লে স্টোর অ্যান্ড্রয়েডের জন্য ডিজিটাল সামগ্রী বিতরণ করা বা সঞ্চয় করার একটি জায়গা।   যে কোন এন্ড্রয়েড ডিভাইসের জন্য এই গুগল প্লে-স্টোর একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। 

এখান থেকে আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপস, গেমস এবং অন্যান্য ডিজিটাল আইটেম ডাউনলোড করতে পারবেন! 

  প্লে স্টোরের বিশেষত্ব হল এখানে প্রতিটি অ্যাপ এবং আইটেম শ্রেণিবদ্ধ করা রয়েছে যাতে যে কোন ব্যবহারকারী সহজেই এটি খুজে পান এবং ইনস্টল করতে পারেন।

 তাই আসুন গুগল প্লে স্টোর সম্পর্কে জেনে নেওয়া যাক। এবং কিভাবে এটি একটি অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে? 

প্লে স্টোর কি?

গুগল প্লে স্টোরকে গুগলের অফিসিয়াল স্টোরও বলা হয়। যা 12 মার্চ 2012 এ চালু হয়েছিল। 

এতে, যেকোনো অ্যান্ড্রয়েড অ্যাপ সহজেই ডাউনলোড এবং ইনস্টল করা যায়! 

এর মধ্যে রয়েছে Google play music, Google play books, Google play movies এবং google play news! 

প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেগুলোর মধ্যে কিছু  অ্যাপ্লিকেশন পয়সার বিনিময়ে ব্যবহার করতে পারেন কিন্তু প্লে স্টোরের অধিকাংশ অ্যাপ্লিকেশন বিনামূল্যে ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন।

এখন পর্যন্ত গুগলের প্লে স্টোরে ৪ মিলিয়নেরও বেশি অ্যাপ্লিকেশন রয়েছে এবং 145 টিরও বেশি দেশ গুগল প্লে থেকে ব্যবহার কারিরা অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে পারে।

অবশ্যই পড়ুন

গুগল প্লে স্টোরের প্রয়োজন কেন?

আপনি যদি আপনার android device এ কোন নতুন app, games বা অন্য কোন প্রয়োজনীয় applination ইন্সটল করতে চান। সেটি করার জন্য আপনার কাছে দুটি উপায় আছে। 

 তার মধ্যে প্রথমটি হলো প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করা,   যা নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করছি।

 কিন্তু এছাড়াও আরো একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফোনে কোন অ্যাপ ইন্সটল করতে পারেন,  সেটি হচ্ছে APK  এর মাধ্যমে আপনার ফোনে এপ্লিকেশনটি ইন্সটল করা।

কিন্তু APK   এর সাহায্যে কোন এপ্লিকেশন ইন্সটল করা তা মোটেও সুরক্ষিত পদ্ধতি নয়।

গুগল প্লে স্টোর হলো গুগলের অফিশিয়াল স্টোর যেখানে  অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন নিরাপদে ডাউনলোড এবং ইন্সটল করা যেতে পারে। 

 এই প্লে স্টোর এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের একটি নিরাপদ স্থান তার অন্যতম কারণ হলো।  গুগোল নিজে  এর রক্ষণাবেক্ষণ করে।  এবং যদি কোন এপ্লিকেশন কে গুগল সন্দেহভাজন মনে করে তাহলে সঙ্গে সঙ্গে সেটিকে ব্লক করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। 

সুতরাং গুগল প্লে স্টোর এর  নির্ভরশীলত  একে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় করে তুলেছে।  

শুধু তাই নয় প্লে স্টোর এর মাধ্যমে যদি কোন এপ্লিকেশন বাবহারকারির ফোনে ইন্সটল করা থাকে, তাহলে সেই অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণটি আসার সঙ্গে সঙ্গে গুগল প্লে-স্টোর বাবহারকারি কে একটি নোটিফিকেশন পাঠায়। 

যাতে ব্যবহারকারী তার ফোনে থাকা অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারে ।

আপনি প্লে স্টোরে যা পাবেন 

আপনি গুগল প্লে স্টোরকে একটি ডিজিটাল বাজার মনে করতে পারেন। যেখানে স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায়।

অ্যান্ড্রয়েড গেম ছাড়াও আপনি বই, গান, সিনেমা ইত্যাদি বিষয়ে বিভিন্ন কিছু ডাউনলোড করতে পারেন। যেমন –

  • Android Apps
  • Android Games
  • Music
  • Movies & TV Shows
  • eBooks & Audiobooks

গুগল প্লে স্টোরে কিভাবে সাইন আপ করবেন বা অ্যাকাউন্ট খুলবেন

 এর জন্য প্রথমত আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন! যার সাহায্যে আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে সাইন আপ করতে পারেন! 

অর্থাৎ আপনি গুগল একাউন্ট ছাড়া গুগল প্লে স্টোর থেকে কিছু ইন্সটল করতে পারবেন না এবং গুগল একাউন্ট যোগ করার পর আপনি সহজেই গুগল প্লে থেকে অ্যাপ ইন্সটল করতে পারবেন। 

গুগল প্লে স্টোরে কীভাবে গুগল অ্যাকাউন্ট যুক্ত করবেন 

 সবাই জানে গুগল প্লে স্টোর অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগেথেকে ইন্সটল (Pre-installed) করা থাকে। 

প্লে স্টোরে একাউন্ট বানানোর জন্য একটি জিমেইল একাউন্টের প্রয়োজন। 

1- এখন আপনাকে গুগল প্লে স্টোর app টি open করতে হবে । 

2- এরপর Add a google account অপশন টিতে click করে আপনার  Email account টি Add করতে হবে ।

3- যদি আপনার Email id না থাকে তবে new অপশন টি select করুন ।

4- যদি আপনি existing অপশন টি select করে থাকেন তবে সেখানে  gmail account এবং password টি  enter করুন ।

গুগল প্লে স্টোর থেকে কিভাবে ফ্রি ডাউনলোড করব?

যদি আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশান টি মোবাইলে ইন্সটল করে থাকেন, এবং প্লে স্টোরে আপনার অ্যাকাউন্ট বানিয়ে থাকেন তাহলে এখন আপনি প্লেস্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য প্রস্তুত । 

তাহলে চলুন দেখা যাক গুগল প্লে স্টোর থেকে কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং ইন্সটল করতে হয়।

প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন বা গেম ডাউনলোড করার জন্য, মোবাইলে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন টি খুলে নিয়ে সার্চ বক্সে অ্যাপ্লিকেশনের নাম দিয়ে সার্চ করুন।

উদাহরণ স্বরুপ “Telegeam” লিখে সার্চ করার পর আমার সামনে Telegeam অ্যাপ্লিকেশনটি  সামনে চলে আসবে।

 এবার যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি install করতে চান তাহলে Install অপশনে ক্লিক করতে পারেন। ইনস্টল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে Telegeam app টি ডাউনলোড হতে শুরু করবে। এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার ফোনে এপ্লিকেশনটি ইন্সটল হয়ে যাবে।

এরকম ভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন বা গেমের নাম সোজাসুজি সার্চ বক্সে সার্চ করে  ইন্সটল করে নিতে পারেন।

error: