পাইথন আসলে একটি ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার পেছনে মূল উদ্দেশ্য হলো খুব তারাতারি প্রোগ্রাম লেখা এবং আগে লেখা প্রোগ্রাম দেহে খুব তাড়াতাড়ি তার মানে বোঝা সম্ভব।
পাইথন ল্যাঙ্গুয়েজ এর যে সমস্ত বৈশিষ্ট্য গুলি এই ল্যাঙ্গুয়েজটিকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর তুলনায় আরো বেশি উন্নত করে তোলে সেগুলি হল :
- এটির মাধ্যমে অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার সুবিধা।
- পাইথন ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে কম্প্যাক্ট এবং ছোট কোড লিখে অনেক বেশি কাজ করা সম্ভব ।
- পাইথন ল্যাঙ্গুয়েজ টি ছোট এবং বড় স্কেলের প্রজেক্ট এর জন্য সহজেই ব্যবহার করা সম্ভব।
- এছাড়াও পাইথন ল্যাঙ্গুয়েজ এর স্ট্যান্ডার্ড লাইব্রেরী এবং থার্ড পার্টি লাইব্রেরী সাপোর্টের জন্য এটি ডেভলপারদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
সব মিলিয়ে পাইথন একটি দারুণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে খু কম সংখ্যক লাইন প্রোগ্রাম লিখে অনেক বেশি কাজ করা সম্ভব। এছাড়াও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সিনটেক্স সাধারণ মানুষের কাছে সহজবোধ্য, যার ফলে প্রোগ্রাম পড়ে তার মানে বোঝাও সহজ। প্রোগ্রাম পড়ে সহজেই বুঝতে পারলে তার মধ্যে থাকা ক্রান্তি গুলো ঠিক করা সহজ এবং কম সময় সাপেক্ষ।
এতসব সুবিধা থাকার ফলে পাইথন ল্যাঙ্গুয়েজ টি যেকোন সাধারণ ব্যক্তি খুব সহজেই শিখতে পারে।