What is abbreviated word?
এমন অনেক শব্দ আছে যাদের আমরা প্রাত্যহিক জীবনে বাবহারের সুবিধার জন্য ছোট করে ফেলি। আবার অনেক সময় সম্পূর্ণ বাক্য কে ও ছোট আকারে ব্যবহার করি। এই ছোট শব্দ কেই abbreviated word বলা হয়।
Abbreviation এবং Acronym এর মধ্যে পার্থক্য কি ?
Abbreviations এবং acronyms দুটোই শব্দ বা ব্যাক এর সংক্ষিপ্ত রূপ। Abbreviation হল সাধারনত শব্দের সংক্ষিপ্ত রূপ যা ওই শব্দের স্থানে বাবহ্রিত হয় (যেমন Dr. বা Prof.) ,আবার acronym হল কতগুলি শব্দ গুচ্ছের প্রথম অক্ষর এর সমষ্টি যা নিজাই একটি শব্দের মত বাবহ্রিত হয়।
আমরা অনেক সময় Abbreviation এবং acronym কে একই বলে মনে করি, কিন্তু আসলে দুটি পৃথক জিনিষ।
আলাদা হলেও বাবহারিক অর্থে দুটির কাজ সমান।
General Full Forms
অনেক ফুল ফর্ম আছে যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি যেমন –
- approx. – approximately
- A.S.A.P. – as soon as possible
- vs. – versus
- Mr. – Mister
- D.I.Y. – Do it yourself
Educational full forms
Educational degree, course এবং certificate এর Full form বা Abbreviation। সাধারনত এই সমস শব্দ গুলির সংক্ষিপ্ত রুপে আমরা ব্যবহার করি। যেমন –
- BCA – Bachelor of Computer Applications
- B.Ed – Bachelor of Education
- ITI – Industrial Training Institute
- BHMS – Bachelor of Homeopathic Medicine and Surgery
- IIT – Indian Institute Of Technology
- BBA – Bachelor of Business Administration
- BE – Bachelor of Engineering
- MD – Doctor of Medicine