Skip to content
Home » Chrome browser কে Notepad এ পতিনত করার উপায়

Chrome browser কে Notepad এ পতিনত করার উপায়

    হঠাৎ করে কোন phone number লিখে রাখা হোক  বা হঠাৎ করে মাথায় আসা কোন কথা লিখে রাখা।

    সারাদিনে আমরা অনেকবার কিছু লেখার জন্য একটা কাগজের খোঁজ করি। কাগজ না পেয়ে তারাহুর করে, অনেক সময় কোন দরকারি জিনিস এখানে ওখানে লিখে ফেলি এবং পরে হয়তো সেটা খুঁজেই পাইনা। 

     আমাদের সবার হাতেই মোবাইল রয়েছে কিন্তু problen হল সেখানে লেখার জন্য Notpad এর মত কোন appilication নাই। 

    খুবই সহজ ভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। এবং সব থেকে বড় কথা হল এর জন্য আমাদের কোন বারতি app আমাদের ফোন install করতে হবে না। 

    অবশ্যই পড়ুন

    আমরা আমাদের phone এর মধ্যে থাকা google-Chrome browser টিকে Notepad এ পতিনত করবো। 

    আর এটি করার জন্য আপনাকে কোন coding জানার প্রয়োজন নাই। 

    এর জন্য আপনার মোবাইল থাকা browser টি open করে , একটি নতুন tab এর URL-bar বা address-bar এ নেচে দেওয়া ছোট্ট code টি লিখে ফেলুন (এখান থেকে copy করে pest করা যেতে পারে) এবং enter press করুন। 

    data:text/html, <html contenteditable>

    এবার browser এ একটি , সম্পূর্ণ পরিস্কার জায়গা তৈরি হয়েছে । যেটিকে Notepad এর মত ব্যবহার করা যেতে পারে। 

    ভবিষ্যতে এটিকে সহজে পাওয়ার জন্য bookmark করে রাখা যেতে পারে। 

    তবে এটি তে কিছু লেখার পর browser টি বন্ধ করলে , লেখাটিও মুছে যাবে।

    Tags:
    error: