সোলার প্যানেল শব্দটা অনেকের কাছেই হয়তো পরিচিত নয়, কিন্তু ভবিষ্যতে প্রতিটি মানুষ এই শব্দটি নিয়ে আলোচনা করবেন।
সোলার প্যানেল কি এবং কিভাবেইবা এটি কাজ করে? আর কেনই বা ভবিষ্যতে এই শব্দটি এত প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। আজ আমরা সোলার প্যানেল নিয়ে আলোচনা করব।
বর্তমান পৃথিবীতে বৈদ্যুতিক শক্তি মানুষের সবথেকে প্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে একটি। জল এবং অক্সিজেনের পরে এর স্থান এই কথাটি বললে হয়তো খুব একটা ভুল বলা হবে না।
কিন্তু এই বৈদ্যুতিক শক্তি আমাদের উৎপন্ন করতে হয়। এটি উৎপন্ন করার বিভিন্ন প্রক্রিয়ায় রয়েছে। এবং বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করার জন্য যে সমস্ত প্রক্রিয়া গুলি রয়েছে সেগুলির প্রত্যেকটি কোন না কোন প্রকারে পরিবেশের উপর তাদের প্রভাব ফেলে।
বৈদ্যুতিক শক্তির চাহিদার সাথে সাথে এর উৎপাদন বেড়েছে বহুগুণ। এবং বর্তমানে এই উৎপাদনের পার্শ্ব প্রতিক্রিয়া পৃথিবীর আবহাওয়ার অপরে বেশ খারাপ প্রতিক্রিয়া ফেলতে শুরু করেছে।
এবং এই অবস্থায় আমাদের প্রয়োজন একটি বিকল্প বৈদ্যুতিক শক্তির উৎস যা অপেক্ষাকৃত কম ক্ষতিকারক।
এই সব কথা মাথায় রেখে সৌর বিদ্যুৎ উৎপাদন এর জন্য সোলার প্যানেল তৈরি করা হয়েছে।
সৌর শক্তি কি
সোজা কথায়, সূর্য পৃথিবীর সবথেকে বড় শক্তির উৎস । প্রতিমুহূর্তে সূর্য থেকে প্রায় 173,000 terawatt সৌরশক্তি পৃথিবীতে এসে পৌঁছায় যা পৃথিবীর মোট শক্তির চাহিদার ১০,০০০ গুণেরও বেশি।
সুতরাং এই সূর্যের শক্তি ক্যাপচার করে সেটিকে বিদ্যুতে পরিণত করলে, বর্তমান জলবায়ু সংকট মোকাবেলা এবং জীবাশ্ম জ্বালানীর উপর আমাদের নির্ভরতা কমান জেতা পারে এবং সৌর শক্তি এই সব সমস্যার মূল সমাধান।
আরও জানুন :- LED লাইট এত বিদ্যুৎ সাশ্রয় করে কি ভাবে?
সোলার প্যানেল কি?
সোলার প্যানেল হল সেই যন্ত্র যা সূর্যের রশ্মি শোষণ করে এবং তাকে বিদ্যুৎ বা তাপে রূপান্তরিত করে। সোলার প্যানেল আসলে সৌর কোষ বা photovoltaic cell এর একটি সংগ্রহ, যা ফটোভোলটাইক এফেক্ত এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে।
অনেকগুলি সোলার সেল একত্রে করে একটি সোলার প্যানেল তৈরি করা হয়।
সোলার প্যানেল এর ইতিহাস
সোলার প্যানেল যে ফিজিক্সের যে নীতির উপর ভিত্তি করে কাজ করে তার নাম হলো photovoltaic effect এর আবিস্কারক হলেন Edmond Becquerel ।
প্রায় 100 বছর আগে সৌরশক্তির আবিষ্কার হয় এবং প্রথমদিকে স্টিল উৎপাদনের জন্য সৌর শক্তির ব্যবহার হত এবং সেই স্টিম দিয়ে বিভিন্ন রকম মেশিন চালানো হতো।
কিন্তু photovoltaic effect আবিষ্কার হওয়ার পর থেকেই সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবা হয়।
1893 সালে Charles Fritts নামে এক জন বিজ্ঞানী এই photovoltaic effect কে কাজে লাগিয়ে প্রথম সোলার সেল তৈরি করেন।
এর পর 1941 সালে Russel Ohl নামে একজন আমেরিকান আবিস্কারক প্রথম silicon solar cell তৈরি করেন।
সোলার প্যানেল কি ভাবে কাজ করে
সোলার প্যানেল আসলে সূর্যের আলোকে শোষণ করে এবং সেই আলোকে বিদ্যুতে রূপান্তর করে যা পরে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করতে ব্যবহার করা যেতে পারে।
একটি সোলার প্যানেল একাকী সোলার সেল দিয়ে গঠিত এবং প্রতিটি সোলার সেল সিলিকন, ফসফরাস এবং বোরন এর মত ধাতু দিয়ে তৈরি।
সোলার সেল গুলি সূর্যের আলো থেকে ফোটন শোষণ করে এবং এটি করার ফলে সোলার সেলের মধ্যে থাকা ধাতু গুলির থেকে কিছু পরমাণু বিচ্যুত হয় ।
এর ফলে একটি বৈদ্যুতিক স্রোত শুরু হয়। এই অবস্থায় যদি কোন কোন কন্ডাক্টর সোলার সেল এর পজিটিভ এবং নেগেটিভ দিক এর সাথে যুক্ত করা হয় তখন একটি সার্কিট তৈরি হয়। এবং এই সার্কিট তৈরি হওয়ার ফলে ইলেকট্রন প্রবাহিত হয় এবং বিদ্যুৎ উৎপন্ন করে।
সোলার প্যানেল এর ব্যবহার
- যে সমস্ত গ্রামে এখন বিদ্যুৎ সরবরাহ পৌছায়নি। সেখানে বিদ্যুৎ উৎপাদন এর জন্য সোলার প্যানেল এর ব্যবহার করা হয়।
- বিভিন্ন জায়গায় খাবার তৈরীর জন্য বা রান্নার কাজে সোলার প্যানেল বাবহার করা হয়।
- রাস্তায় বা বিভিন্ন সরকারি সন্সথায় automatic light এর জন্য সোলার প্যানেল বাবহার করা হয়।
- মহাকাশ জানের বৈদ্যুতিক চাহিদা মাতানর জন্য সোলার প্যানেল ব্যবহার করা হয়।
সোলার প্যানেল কয় প্রকার ও কি কি
বিভিন্ন প্রকারের সোলার প্যানেল গুলি হল–
Mono-crystalline
এই সোলার প্যানেলগুলি প্রথম প্রজন্মের অন্তর্গত এবং এগুলিতে সিলিকনের অত্যন্ত পাতলা আস্তরন ব্যবহার করা হয়। এই ধরনের সোলার প্যানেল এর সোলার সেল নির্মাণ করতে, single silicon crystal ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এর দক্ষতা অন্যান্য ধরনের সোলার প্যানেলের থেকে 20% বেশি।
Poly-crystalline
পলিক্রিস্টালাইন সোলার প্যানেল তৈরি করা হয় গলিত সিলিকনকে ছাঁচ এর মধ্যে ধেলে। এটি একটি সস্তা প্রক্রিয়া হওয়ার কারনে এখানে single crystal ব্যবহার করা হয় না ।
এই ধরনের সোলার প্যানেলের কোয়ালিটি, Mono-crystalline এর তুলনায় খারাপ হয় – যার ফলে এর খরচ ও কম।