Skip to content
Home » নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খোলার নিয়ম

    নগদ একাউন্ট খোলার নিয়ম

    নগদ হচ্ছে বাংলাদেশের সরকারি ডাক বিভাগের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে আর্থিক লেনদেন করা সম্ভব। এই  প্ল্যাটফর্ম এর সাহায্যে টাকা পয়সা লেনদেন করা যতটা সহজ ততটাই দ্রুত। 

     যদিও নগদ এর অস্তিত্ব 2018 সালের নভেম্বর মাস থেকে কিন্তু বর্তমানে টিভির বিজ্ঞাপনের সাহায্যে এর জনপ্রিয়তা বহু গুণ বেড়েছে। তাহলে চলুন আজ আমরা জেনে নেই কিভাবে নগদ এর একাউন্ট খুলতে হয়।

    নগদ একাউন্ট খোলার নিয়ম

    আপনি চাইলে নগদ এর এজেন্টের কাছে গিয়ে কাগজপত্র দিয়ে আপনার একাউন্ট খুলতে পারেন।  তবে এই পোস্টটি যদি আপনি সম্পূর্ণ পড়েন এবং এর মধ্যে দেওয়া সমস্ত স্টেপ গুলি অনুসরণ করেন তাহলে আপনি নিজেই নিজের একাউন্ট খুলতে পারবেন। 

    অবশ্যই পড়ুন

    নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম

    নগদ একাউন্ট খোলা তা কোন কঠিন ব্যাপার নয় । আপনি যদি আপনার মোবাইলে আগে কখনো কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন এবং তাতে রেজিস্টার করে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই অনেকটা এগিয়ে রয়েছেন। 

    নগদ একাউন্ট খোলার জন্য –

    • প্লে স্টোর অ্যাপ টি খুলে সেখান থেকে প্রথমে “Nagad App” ডাউনলোড করুন।
    • অ্যাপ টি ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটি ওপেন করুন ।
    • এবার আপনার জাতীয় পরিচয়পত্রের উভয় পিঠের ছবি আপলোড করুন
    • এর পর আপনার একটি স্পষ্ট ছবি তুলে একাউন্টে সেট করুন
    • এর পর টার্মস এবং কন্ডিশনস এর পেজ টি আসবে এটিতে আকবর চোখ বুলিয়ে নিন 
    • এবার আপনার সিগনেচার দিতে হবে 
    • এই সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনি নগদ অ্যাপ টি ব্যবহার করতে পারেন পারবেন।

    বিভিন্ন সিম থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম [গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক]

    আপনি যে কোন মোবাইলের সিম ব্যবহার করে নগদ একাউন্ট খুলতে এবং নগদ এর সমস্ত সুবিধা উপভোগ করতে পারেন। 

    এর জন্য গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক এর মধ্যে যেকোনো মোবাইলের সিম থেকে *167# ডায়াল করে আপনার একাউন্টের পিন কোড টি সেট করতে হবে। পিন কোড সেট করার সাথে সাথে আপনার নগদ একাউন্ট একটিভ হয়ে যাবে। 

    এই পদ্ধতির সবথেকে বড় সুবিধা হল আপনার যদি স্মার্টফোন নাও থাকে, তাও সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন। স্মার্টফোন থেকেও ওপরের নম্বর টি ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারবেন।

    নগদ একাউন্ট দেখার নিয়ম

    আপনি যেকোনো সময় আপনার মোবাইল থেকে নগদ একাউন্ট দেখতে পারেন। নগদ একাউন্ট দেখার নিয়মঃ

    • প্রথমে *167# ডায়াল করুন
    • এর পর 7 লিখে Send করুন এবং My Nagad অপশনে প্রবেশ করুন
    • পার পর 1 লিখে send করে Balance Inquiry অপশনে টিতে প্রবেশ করুন
    • এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে send করুন
    • সঠিক পিন দিলে তবেই আপনি আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।

    নগদ অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স দেখাটা অনেকটাই সোজা তাছাড়া অ্যাপ এর মাধ্যমে আরও অনেক কাজ করার সুবিধা রয়েছে ।  নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম –

    • প্রথমে নগদ অ্যাপটি ওপেন করুন 
    • একাউন্ট নাম্বার, ওটিপি ও সঠিক পিন দিয়ে অ্যাপে লগিন করুন
    • এরপর “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” বা “Tap for Balance”  অপশন এ ট্যাপ করুন
    • এর পর আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।

    নগদ একাউন্টের সুবিধা 

    নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে । যেমন-

    • নিরাপত্তা – টাকা লেনদেন এর ক্ষেত্রে নগদ মোবাইল ব্যাংকিং এ নিরাপত্তা ব্যবস্থার ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় । নগদ একটি সরকারি সেবা হওয়ার কারনে এটি অন্যান্য লেনদেন ব্যবস্থা থেকে অনেক বেশি নিরাপদ।
    • অপেক্ষাকৃত কম চার্জ – বিভিন্ন রকম সুবিধা দেওয়ার ক্ষেত্রে নগদ অন্যান্য সংস্থা গুলির থেকে কোনোভাবেই পিছিয়ে বরং তাদের থেকে অনেক কম খরচে একই ধরনের পরিষেবা দিচ্ছে। 
    • অফার – ব্যবহারকারীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অফার দিয়া থাকে নগাদ । তাদের নতুন অফার সম্পর্কে জানার জন্য ওয়েবসাইট ভিজিট করুন।

    নগদ ব্যবহারের সময় নিরাপদ থাকার উপায়

    অন্যান্য সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম এর মত জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এখানেও কিছু অসাধু লোকের আনাগোনা বেড়েছে । তাই নগদ ব্যবহারের সময় আপনাকে কিছু সর্তকতা অবলম্বন করে চলতে হবে।  যেমন –

    • নগদ কখনো গ্রাহকের কাছে থেকে তার ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা একাউন্টের পিন জানতে চায় না। তাই কেউ ওটিপি বা একাউন্টের পিন চাইলে সে গুলি দেবেন না । 
    • 16167 বা 096 096 16167 – নগদ এর তরফ থেকে যদি কোন ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে হয় , তবে তারা এই দুটি নাম্বার ব্যবহার করেন। বাকি কোনো নাম্বার থেকে  কলের মাধ্যমে কোনো নির্দেশনা পেলে মনে করবেন সেটি ভুয়া।
    • এছাড়াও যদি আপনার নগদ অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তবে এই দুইটি নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করবেন – 16167 বা 096 096 16167
    error: