আপনার ফোনে internet আছে কিন্তু আপনি কখনো Google ব্যবহার করেননি বা “গুগল কি” জানেন না, এটা একেবারেই অসম্ভব না হলেও বিশ্বাস করা বেশ কঠিন।
আপনি কোন না কোন সময় গুরুত্বপূর্ণ information খুঁজে পাওয়ার জন্য Google ব্যবহার করে থাকবেন। শুধু আপনি নন Facebook , Instagram ইত্যাদির মতো সামাজিক site গুলি ও Google এর সাহায্য নয়।
আজ, Google এর সহায়তায় আমরা কয়েক মিনিটের মধ্যে যে কোনও প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে পেতে পারি।
গুগল কি?
গুগল একটি আমেরিকান সংস্থা যা search engine হিসাবে সর্বাধিক পরিচিত।
যদিও Googleকে মূলত আমরা একটি Search Engine হিসাবেই চিনি কিন্তু Google এর আয়ের সিংহভাগই বিজ্ঞাপন থেকে আসে আর গুগল cloud computing, software এবং hardware মতো বেশ কয়েকটি ক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করে রয়েছে ।
এই সংস্থার ক্লাউড ইউনিটকে Google Cloud বলা হয়, এতে G-Suite, জিমেইল এবং Google Drive মতো জনপ্রিয় এবং productivity application রয়েছে।
গুগল সার্চ ইঞ্জিন কি?
তবে আজ থেকে দুই দশক আগে পর্যন্ত Google এর অস্তিত্ব ছিলনা, তখন internet থেকে কিছু information খুঁজে পেতে হলে কোনো নির্দিষ্ট site এর নাম জানতে হত। আর হাতের কাছে ইন্টারনেট না থাকলে নির্ভর করতে হতো কোন লাইব্রেরির উপরে।
আজ Google সেই library টা আপনার ফোনের মধ্যে এনে দিয়েছে। প্রসঙ্গত বলতে হয় বিশ্বের সবথেকে বড় library আপনার ফোনের মধ্যেই আছে। আর সেই libraryটির নাম Google।
Google বিশ্বের বৃহত্তম search engine। আপনি এটিতে যা কিছু অনুসন্ধান করুন না কেন,আপনি অবশ্যই সেটি খুঁজে পাবেন।
Google একটি অত্যন্ত উন্নত search engine যা কোনও প্রশ্নের জন্য খুব সঠিক উত্তর দেয়, Google এর algorithm সহজেই যে কোনও প্রশ্নের বোঝে এবং সেই অনুযায়ী ফলাফল সরবরাহ করে।
তবে শুধুমাত্র এটুকুই Googleের পরিচয় নয়। Google একটি multinational company , search engine এর,internet analytics এবং cloud computing এর মতো আরও অন্যান্য বিভিন্ন ধরনের পরিষেবা সরবরাহ করে।
“গুগল” নামটি কীভাবে বেছে নেওয়া হয়েছিল?
Edward Kasner এবং James Newman রচিত গণিত ও কল্পনার বই এর থেকে Larry Page এবং Sergey Brian, “Google” বা “গুগল” শব্দ টি বেছে নিয়েছিলেন।
গুগল শব্দের অর্থ কি?
Google শব্দের অর্থ হল, 1 এর পিছনে 100 টি শূন্য।
Google এর Full Form
GOOGLE এর FULL FORM হল –
“GLOBAL ORGANIZATION OF ORIENTED GROUP LANGUAGE OF EARTH”
গুগলের প্রতিষ্ঠাতা কে
তবে দুটি পিএইচডি শিক্ষার্থী Larry Page এবং Sergey Brin 1995 সালে এটি তৈরি করেন।
গুগলের জনক এবং মালিক কে ?
গুগলের জনক একজন নয় দুজন, Larry Page এবং Sergey Brin.
California র Stanford University তে দুজন ছাত্র Ph.D. করেছিলেন এবং তারা research project হিসাবে একটি project এর উপর কাজ শুরু করলেন ।
সেই research project টির নাম হলো “Google” আর যে দুজন ছাত্র এই রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করেছিলেন তাঁরা হলেন Larry Page এবং Sergey Brin
Google একটি publicly-traded company. সেদিক থেকে বলতে গেলে গুগলের মালিক অনেক , সংখ্যা দিয়ে বলতে গেলে বলতে হয় হাজার হাজার লক্ষ লক্ষ মালিক।
কারন যারা গুগলের শেয়ার (share) কিনেছেন তারা সবাই গুগলের মালিক।
তবে কিছু লোকের কাছে এই শেয়ারের সংখ্যাঃ অন্যদের তুলনায় অনেক বেশি। তারা হলেন –
- Larry page – যার কাছে ২৭.৪ % শেয়ার রয়েছে।
- Sergey Brin – যার কাছে ২৬.৯ % শেয়ার রয়েছে।
- Eric Schmidt – যার কাছে ৫.৫ % শেয়ার রয়েছে।
গুগলের সিইও কে
বর্তমানে গুগলের সিইও, সুন্দর পিচাই (Sundar Pichai)। ইনি জন্মগত ভাবে ভারতীয়।
গুগল কত সালে আবিষ্কার হয়
গুগল প্রতিষ্ঠিত হয় 1998 সালের 4 সেপ্টেম্বর ।
গুগল কোন দেশের কোম্পানি
Google, California তে অবস্থিত একটি মার্কিন সংস্থা। প্রসঙ্গত বলে রাখা দরকার Google এর অসংখ্য branch বিশ্বের বিভিন্ন শহরে অবস্থিত।
গুগল অ্যাসিস্ট্যান্ট, আপনার ভার্চুয়াল ব্যক্তিগত সহকারী
গুগলের এর প্রধান Products এবং Services – গুগলের সকল সার্ভিস
সময়ে সময়ে, Google তার ব্যবহারকারী দের আকৃষ্ট করার জন্য প্রচুর নতুন নতুন অ্যাপ এবং পরিষেবা চালু করে, যা আরও বেশি সংখ্যক ব্যবহারকারীকে Google এর প্রতি আকৃষ্ট করে। Google এর কয়েকটি বড় পরিষেবা হ’ল:
- Google Search
- Android
- Google Chrome Browser
- Blogger
- ChromeOS
- Gmail
- Chromecast
- Google+
- Google Pay
- Google Books
- Google Calendar
- Google Contacts
- Google Docs
- Google Drive
- Google Earth
- Google Image
- Google Keep
- Google Maps
- Google Ads
- Google AdSense
- Google Analytics
- Google My Business
- Google Wifi
- Google Now
- Google Patents
- Google Photos
- Google Allo
- Google Duo
- Google Translator
- Wear OS
- YouTube
গুগল সম্পর্কে অজানা তথ্য
- গুগলের কাছে পৃথিবীর সব থেকে বড় website এর লিস্ট রয়েছে।
এই লিস্টে প্রায় 3 billion website এর নাম রয়েছে। যদি এই লিস্টে থাকা ওয়েবসাইট গুলি গুলির নাম কাগজ প্রিন্ট করা হয় তাহলে সেই কাগজ টির দৈর্ঘ্য হবে 130 মাইল। - Google এর আসল নাম ছিল Backrub.
পরে সংস্থাটি তাদের নাম পাল্টে গুগোল করে দেয়। যদিও “Goolge” শব্দটি ভুল বানান, এর সঠিক বানান টি হল “Googel” যার অর্থ একের পরে 100 টি শূন্য। - আজ সারা পৃথিবী তে যত গুগোল সার্চ করা তার 33% smartphone এর মাধ্যমে করা হয়।
- বিশ্বের 40 টিরও বেশি দেশে 70 টি অফিসে গুগলের 53,600 এরও বেশি কর্মচারী রয়েছে।