কম্পিউটার এর ইনপুট ডিভাইস কি বা এর কাজ কি তা জানার আগে কিছু পদ্ধতি গত ধারনা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার।
কম্পিউটারকে দিয়ে যদি কোন কাজ করাতে হয় তাহলে, দুটি জিনিস কম্পিউটারকে দিতে হবে। এই দুটি জিনিসের প্রথমটি হল, যে তথ্য বা Data যা নিয়ে কম্পিউটার কাজটি করবে এবং অপরটি হল ওই তথ্যের ওপর যে কাজটি কম্পিউটারকে করতে বলছি তার একটা সঠিক নির্দেশাবলী (Instruction)।
উপরের বাক্যটি থেকে আমরা আমাদের কাছে একটা জিনিষ পরিষ্কার হয়ে গেল। যে কম্পিউটারকে দিয়ে কোন কাজ করাতে হলে তাকে Raw Data সরবরাহ করতে হবে।
আর এই সমস্ত Raw Data সরবরাহ করার একমাত্র উপায় হচ্ছে ইনপুট ডিভাইস (Input device) যার মাধ্যমে কম্পিউটারের মধ্যে আমরা এই জিনিসগুলি সরবরাহ করতে পারব।
ইনপুট ডিভাইস কি?
সহজ ভাবে বলতে গেলে ইনপুট ডিভাইস হল একটি Electro-Mechanical Device, যার সাহায্যে বাবহারকারি বিভিন্ন রকম information বা data কম্পিউটারের মধ্যে পাঠাতে সক্ষম হয়।
প্রতিটি কম্পিউটার এ একটি কীবোর্ড এবং একটি মাউস (বা touch pad) থাকে, যাকে আমরা ইনপুট ডিভাইস হিসাবে জানি। এ গুলিই কম্পিউটার এ সর্বাধিক ব্যবহৃত বা প্রাথমিক ইনপুট ডিভাইস । তবে, এমন অন্যান্য অনেক ডিভাইস রয়েছে যা কম্পিউটারে ডেটা ইনপুট করে।
ইনপুট ডিভাইস এর সংজ্ঞা ( what is input device in bengali )
ইনপুট ডিভাইস হ’ল কম্পিউটার এর সাই সমস্ত হার্ডওয়্যার যার মাধ্যমে কম্পিউটারের মধ্যে ডেটা পাঠান হয় এবং কম্পিউটার কে নিয়ন্ত্রণ কারা হয়। ইনপুট ডিভাইস বাবহারকারিকে কম্পিউটার এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে ও সাহায্য করে।
আউটপুট ডিভাইস (Output Device) [ সংজ্ঞা – কাজ – প্রকার ] [10 টি নাম]
computer এ input device এর প্রয়োজনীয়তা
কম্পিউটার এর ক্ষেত্রে ইনপুট ডিভাইস গুরুত্বপূর্ণ কারণ সেগুলি বাবহারকারি কে কম্পিউটারের মধ্যে নতুন তথ্য input করতে এবং ইন্টারেস্ট করার সাহায্য করে ।
উদাহরণস্বরূপ, ধরা যাক যদি কোনও কম্পিউটারে কোনও ইনপুট ডিভাইস না থাকে তবে কম্পিউটার টি চলতে পারবে কিন্তু তার সেটিংস পরিবর্তন করা, বিভিন্ন ত্রুটি সমাধান করা বা ব্যবহারকারীর কম্পিউটার টির সাথে ইন্টারঅ্যাকশন করার কোনও উপায় থাকবে না।
এছাড়াও, আপনি যদি কম্পিউটারে নতুন information save করতে চান (যেমন text, instruction , image ইত্যাদি), তবে ইনপুট ডিভাইস ছাড়া এটি করা সম্ভব না ।
ইনপুট ডিভাইস এর কাজ (function of input device)
“ইনপুট ডিভাইস” শব্দটির মাধ্যমে প্রধানত কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহৃত যন্ত্র বা হার্ডওয়্যারকে বোঝায়।
ইনপুট ডিভাইস গুলির প্রধান কাজ হ’ল কম্পিউটার কে কমান্ড এবং ডেটা সরবরাহ করা।
প্রকৃতপক্ষে, এটি কম্পিউটারের হার্ড ড্রাইভে তথ্য রাখার জন্য বা ডেটা প্রসেস করার জন্য ডেটা সরবরাহ করা ইনপুট ডিভাইস এর কাজ।
কোন কম্পিউটার তখনই কোন ডেটা প্রসেস করতে পারে এবং আউটপুট উত্পাদন করতে পারে যখন বাবহারকারি তার মধ্যে ডেটা সরবরাহ করা, আর এই ডেটা সরবরাহ করার জন্য প্রয়োজন ইনপুট ডিভাইস ।
categorie of input devises
ইনপুট ডিভাইস কে মূলত তিনটি category তে বিভক্ত করা যায়:
- Keyboards
- Pointing devices
- Data-Entry devices
বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস সমূহ (Types of input devices)
- Audio conversion device
- Barcode reader
- Biometrics (যেমন – fingerprint scanner).
- Business card reader
- Digital camera and digital camcorder.
- EEG (electroencephalography)
- Gamepad, joystick, paddle, steering wheel, এবং Microsoft Kinect.
- Gesture recognition
- Graphics tablet
- Microsoft Kinect Sensor
- Image scanner
- Fingerprint scanner
- Barcode reader
- 3D scanner
- Laser rangefinder
- Eye gaze tracker
- Audio input devices
- Keyboard
- Light gun
- Light pen
- Magnetic ink
- Magnetic stripe reader
- Medical imaging devices (যেমন – X-ray, CAT scan, and ultrasound images).
- Microphone
- MIDI keyboard
- MICR
- Mouse, touchpad, বা অন্য ধরনের pointing devices.
- OMR (optical mark reader)
- Paddle
- Pen or stylus
- Punch card reader
- Remote
- Scanner
- Sensors (যেমন – heat বা orientation sensors).
- Sonar imaging devices
- Stylus (with touch screen).
- Touch screen
- Video capture device
- VR helmet and gloves
- Webcam
- Yoke
10 টি ইনপুট ডিভাইসের নাম
- Keyboard
- Mouse
- Joy Stick
- Light pen
- Track Ball
- Scanner
- Graphic Tablet
- Microphone
- Magnetic Ink Card Reader(MICR)
- Optical Character Reader(OCR)
- Bar Code Reader
- Optical Mark Reader(OMR)