Skip to content

Buffer হল computer memory (RAM) র মধ্যে একটি জায়গা, যেখানে খুব অল্প সময়ের জন্য data store করা থাকে। Buffer এর কাজ হল কোন প্রয়োজনীয় data নির্দিষ্ট সময়ের আগে store করা।

যেমন অনেক সময় দেখা যায় যদি এক সঙ্গে খুব দ্রুত keyboard এ কিছু টাইপ করা হয় তবে, সেই ডাটা লেখা হয়ে স্ক্রীন এ আসতে কিছু সময় নেয়।

টাইপ করা হয়ে গেলেও কম্পিউটার সে ভুলে যায় না , তার কারন এক সঙ্গে অনেক বেশি নির্দেশ কম্পিউটার এর মধ্যে গেলে কম্পিউটার সে গুলিকে Buffer এর মধ্যে store করে রাখে এবং পরবর্তী কালে সেই নির্দেশ গুলিকে একের পর এক কার্যকরী করতে থাকে।

Read More

আবার অনেক program, buffer to refer নামে storage area তে space reserve করে যেখানে সেই program সংশ্লিষ্ট information ধরা রাখে।

যখন আমরা কোন file তৈরি করি, save করার আগে পর্যন্ত সেটি bufferএ থাকে এবং buffer এই file এর মধ্যে থাকে information গুলিকে memory র মধ্যে একটি unit হিসেবে handle করতে সাহায্য করে।

error: