Skip to content
Home » কম্পিউটার কি ? – সংজ্ঞা, বৈশিষ্ট্য, কত প্রকার ও কি কি » কীবোর্ড কি ও কাকে বলে – কী বোর্ড কত প্রকার – কীবোর্ড এর কয়টি অংশ

কীবোর্ড কি ও কাকে বলে – কী বোর্ড কত প্রকার – কীবোর্ড এর কয়টি অংশ

কম্পিউটারে দিয়ে কোন কাজ করানর অর্থ হল প্রচুর ডেটা ইনপুট করা। ডেটা ইনপুট করতে আমরা ইনপুট ডিভাইস টি ব্যবহার করি তা হল কীবোর্ডে। কম্পিউটারে ব্যবহৃত ইনপুট ডিভাইস অনেক প্রকারের, এর মধ্যে একটি হচ্ছে কিবোর্ড

কীবোর্ড কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্দ অংশ। এটি একটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। কীবোর্ড মূলত টাইপরাইটারের মত দেখতে একটি যন্ত্র। এটিতে টাইপরাইটারের চেয়ে কিছু অতিরিক্ত কী আছে। বর্তমানে, 80 থেকে 140 টি key যুক্ত key-board প্রচলিত আছে

কীবোর্ডের সংজ্ঞা 

কীবোর্ড একটি পেরিফেরাল ডিভাইস যা user কে একটি কম্পিউটার বা অন্য কোন ইলেকট্রনিক যন্ত্রপাতিতে text input করতে সাহায্য করে। অন্য কথায়, যে ইনপুট যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে টেক্সট ইনপুট দেওয়া যায় তাকে কীবোর্ড বলে।

কোনো কম্পিউটারকে text ও command লিখে কোনো ইনপুট দেওয়ার জন্য, যে ডিভাইসটি ব্যাবহার করা হয়, তাকে কিবোর্ড বলে।

কীবোর্ড কি?

কীবোর্ড হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে টেক্সট লিখে কম্পিউটারকে ইনপুট দেওয়া হয়। এবং কিবোর্ড এর মুখ্য উদ্দেশ্য হলো কোন কিছু লেখা বা টাইপ করা।

কিবোর্ড কাকে বলে?

কোনো কম্পিউটারকে text ও command লিখে কোনো ইনপুট দেওয়ার জন্য, যে ডিভাইসটি ব্যাবহার করা হয়, তাকে কিবোর্ড বলে।

এটি হলো, কম্পিউটারের সবথেকে বেশি ব্যাবহারযোগ্য একটি ইনপুট ডিভাইস। যার আলাদা আলাদা key এর মাধ্যমে, কম্পিউটারকে বিভিন্ন ধরনের ইনপুট দেওয়া যায়।

কীবোর্ড কিভাবে কাজ করে 

এটি একটি ইনপুট ডিভাইস এবং একটি হার্ডওয়্যার ডিভাইস যা ব্যবহারকারীর দেওয়া নির্দেশাবলী অনুযায়ী কাজ করে।

একটি কীবোর্ড অনেকটা  ক্ষুদ্র কম্পিউটারের মত। এর নিজস্ব প্রসেসর এবং সার্কিটরি রয়েছে যা প্রসেসর থেকে তথ্য বহন করে এবং প্রসেসর এ তথ্য নিয়ে যায়।  

কীবোর্ড এর সাহায্যে টাইপ করা প্রতিটি কীস্ট্রোক বৈদ্যুতিক বার্তা তৈরি করে। কীবোর্ডের যে নিজস্ব প্রসেসর আছে সে এই সব বার্তা গুলিকে সিস্টেমে প্রেরণ করে।

কিবোর্ড কোন ধরনের ডিভাইস?

কিবোর্ড এক ধরনের ইনপুট ডিভাইস।

কীবোর্ড লেআউটের প্রকারভেদ

লেআউট বলতে এখানে বুঝানো হচ্ছে যে কি-বোর্ডের বোতাম গুলি কিভাবে সাজানো রয়েছে। 

কীবোর্ড এর লেআউট কিবোর্ডের ডিজাইন, সাইজ এবং ধরন নির্ধারণ করে।

কম্পিউটার কীবোর্ডের বিভিন্ন লেআউট রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ভাষা এবং লিপি অনুযায়ী কীবোর্ড লেআউট তৈরি করেছে।

আমরা এই সমস্ত কীবোর্ড লেআউটকে মূলত দুটি ভাগে ভাগ করতে পারি:

  1. QWERTY কীবোর্ড লেআউট
  2. Non-QWERTY কীবোর্ড লেআউট

1. QWERTY কীবোর্ড লেআউট

এটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কীবোর্ড লেআউট। এটি বিশ্বব্যাপী গৃহীত হয়েছে। এবং এই লেআউটটি শুধুমাত্র আধুনিক কম্পিউটার কীবোর্ডে ব্যবহৃত হয়।

QWERTY লেআউটের উপর ভিত্তি করে কিছু অন্যান্য কীবোর্ড লেআউট রয়েছে যেগুলি হল:

  • QWERTY
  • QWERTZ
  • AZERTY
  • QZERTY

2. Non-QWERTY কীবোর্ড লেআউট

যেসব কীবোর্ডে কী সেট করার জন্য QWERTY লেআউট ব্যবহার করা হয় না তাকে Non-QWERTY কীবোর্ড বলা হয়। কিছু

Non-QWERTY কীবোর্ড লেআউট এর উদাহরন হল।

  • Dvork
  • Colemak
  • Workman

কীবোর্ড এর কয়টি অংশ

একটি সাধারণ কীবোর্ডে মোট 104 টি key (total keys in keyboard) থাকে । এবং এই সংখ্যা টি কীবোর্ড উত্পাদনকারি কম্পানি এবং অপারেটিং সিস্টেমের উপরও নির্ভর করে। 

তাই মোটামুটি আমরা বলতে পারি যে QWERTY কীবোর্ডে প্রায় 100 টির কাছা কাছি key থাকে

কীবোর্ডে উপস্থিত প্রতিটি কী এর নিজস্ব বিশেষ ফাংশন রয়েছে। এবং এই কাজের ভিত্তিতে, তারা নিম্নলিখিত ছয়টি বিভাগে বিভক্ত। যেমন –

Keyboard Key এর প্রকারভেদ

  1. ফাংশন কি (Function Keys)
  2. টাইপিং কী (Typing Keys)
  3. কন্ট্রোল কী (Control Keys)
  4. ন্যাভিগেশন কী (Navigation Keys)
  5. নির্দেশক লাইট (Indicator Lights)
  6. সাংখ্যিক কীপ্যাড (Numeric Keypad)
কম্পিউটারের কিবোর্ড এর ছবি
image from : microsoft

কীবোর্ড এর কোন বাটনের কি কাজ

1. ফাংশন কি (Function Keys)

কিবোর্ডের একদম উপরে দিকে F1 থেকে F12 পর্যন্ত যে key গুলি রয়েছে এগুলোকে Function Keys বলে হয়। Function Keys এর ব্যবহার কিছু বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রোগ্রামে এর ওপর ভিত্তি করে এই কী গুলির কাজ আলাদা হতে পারে।

2. টাইপিং কী (Typing Keys)

এই কী গুলি সব থেকে বেশি বেবহ্রিত হয়। Alphabet এবং numeric Key গুলি Typing Keys এর মধ্যে পড়ে। 

Alphabet এবং numeric Key ছাড়াও, বিভিন্ন ধরনের symbols এবং punctuation marks key রয়েছে যে গুলিও টাইপিং কী এর অন্তর্গত।

3. কন্ট্রোল কী (Control Keys)

এই সমস্ত key গুলি অন্য key এর সাথে মিলিত হয়ে নির্দিষ্ট এর কাজ করে। 

যেমন Ctrl key, Alt key, Window key, Esc key, Menu key, Scroll key, Pause Break key, PrtScr key ইত্যাদি কন্ট্রোল কী এর অন্তরগত ।  

4. ন্যাভিগেশন কী (Navigation Keys)

Arrow keys, Home, End, Insert, Page Up, Delete, Page Down এগুলি হল Navigation Keys। নির্দিষ্ট পেজের এদিক সেদিক করবার জন্য এই কী গুলির দরকার হয়।

5. নির্দেশক লাইট (Indicator Lights)

Num Lock, Scroll Lock ও Caps Lock এই তিনটি key হলো Indicator Lights। নম্বর প্যাড লক করা এবং ওয়ার্ড ডকুমেন্ট এ বড় হাতের বা ছোট হাতের অক্ষর লিখবার জন্য এগুলি ব্যাবহার করা হয়।

6. সাংখ্যিক কীপ্যাড (Numeric Keypad)

যোগ, বিয়োগ, গুন, ভাগ (*, -, +, /, =) এই সমস্ত করবার জন্য, যে সমস্ত চিহ্ন এবং নাম্বার গুলি ব্যবহার করা হয় তাদের Numeric Keypad বলে। এগুলি কিবোর্ডের, একদম ডান দিকের নিচে থাকে।

কীবোর্ড এর কিছু প্রধান key এবং তাদের কাজ ?

1. Tab Key

Tab Key প্রধানত  খালি স্থান ছারার কাজে ব্যবহৃত হয়। এর বাইরেও এর অনেক ব্যবহার ও রয়েছে। কিছু কীবোর্ড এ শর্টকাট এর জন্য ও ট্যাব ব্যবহার করা হয়। কীবোর্ড এ ট্যাব বাটন একটাই থাকে। যা বাম পাশে অবস্থিত।

2. Caps Lock Key

এই বোতামটি সব অক্ষর কে বড় হাতের অক্ষর হিসাবে বা ছোট হাতের অক্ষর হিসাবে লিখতে সাহায্য করে। যখন ক্যাপস লক চালু থাকে, তখন সমস্ত অক্ষর বড় হাতের অক্ষরে লেখা হবে এবং যখন বন্ধ হবে, তখন সেগুলি ছোট হাতের অক্ষরে লেখা হবে।

  • বড় হাতের অক্ষর – A, B, C, D…
  • ছোট হাতের অক্ষর – a, b, c, d …

3. Shift Keys

শিফট কী গুলি কে বড় হাতের অক্ষরে লিখতে ব্যবহার করা হয়। 

কম্পিউটারে দুটি শিফট বাটন আছে। একটি বাম শিফট বোতাম এবং অন্যটি ডান শিফট বোতাম। 

বাম হাত দিয়ে ক্যাপিটাল লেটার টাইপ করার সময় ডান শিফট বাটন চাপুন এবং ডান হাতে ক্যাপিটাল লেটার টাইপ করতে বাম শিফট চাপুন।

4. Spacebar

কীবোর্ডের সবচেয়ে বড় কী হল স্পেসবার। এটি কার্সার কে সামনের দিকে সরিয়ে নিতে ব্যবহৃত হয়।

5. Enter Key

এন্টার কী একটি গুরুত্বপূর্ণ কী। এটি পরবর্তী লাইন শুরু করতে ব্যবহৃত হয়। এন্টার চাপলে, কার্সার পরবর্তী লাইনের শুরুতে চলে যায়। এন্টার কী ‘OK’ বোতাম হিসাবেও কাজ করে।

এন্টার কী এর কাজ কি ?

“এন্টার কী” অনেক সময়ে “রিটার্ন কি” ও বলা হয়ে থাকে। টাইপ রাইটারে “এন্টার কী” বলে কোন কি নেই আর জায়গায় রয়েছে “রিটার্ন কি”, টাইপরাইটারে রিটার্ন কি এর কাজ হচ্ছে উপস্থিত লাইন কে সমাপ্ত করে নতুন একটি লাইন শুরু করা। যখন কম্পিউটারের মধ্যে থাকা কোন টেক্স এডিটর ব্যাবহার করা হয় তখন এই এন্টার কী, “রিটার্ন কি” এর মত কাজ করে।  

 কিন্তু টেক্সট এডিটর ছাড়া কম্পিউটারের অন্যান্য জায়গায় “এন্টার কী” অনেকটা “OK button” এর মত কাজ করে। কম্পিউটারের ইন্টার কি তে চাপ দেওয়ার অর্থ হচ্ছে – কম্পিউটার কে ডেটা প্রসেসিং শুরু করতে বলা।  এখন এই ডেটা প্রসেসিং কি ধরনের হবে অর্থাৎ কোন ডেটা এবং তাকে কি ভাবে  প্রসেস করতে হবে তা নির্ভর করে ব্যবহারকারীর কম্যান্ড এর ওপর।

6. Backspace

text মুছে ফেলার জন্য ব্যাকস্পেস ব্যবহার করা হয়। এর পাশাপাশি বিভিন্ন সফটওয়্যারে এর কাজ পরিবর্তন হয়।

কী-বোর্ডের কন্ট্রোল কী কয়টি ?

কী-বোর্ডের কন্ট্রোল কী এর সঙ্খা দুইটি।

কী-বোর্ডের কিছু Key এবং তাদের ব্যবহার

1. Esc Key

কম্পিউটার এ চলমান যেকোনো কাজ বন্ধ করতে Esc কী ব্যবহার করা হয়। Esc Key এর পুরো নাম Escape Key ।

2. Ctrl Key

Ctrl কী এর পুরো নাম কন্ট্রোল কী। এটি কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়।

3. Alt Key

Alt কী এর পুরো নাম হল Alter Key, এটি কীবোর্ড শর্টকাটগুলিতেও ব্যবহৃত হয়।

4. Windows Logo Key

Windows এর স্টার্ট মেনু খুলতে এই কী টি ব্যবহার করা হয়।

5. Menu Key

মেনু কী মাউসের right click এর  মতো কাজ করে। 

6. PrtScr Key

এই key টি কম্পিউটারের পর্দার ছবি তুলতে ব্যবহৃত হয়।

error: