Skip to content

নতুন বিষয়

গুগল

গুগল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন হলেও, এটি সম্পর্কে সকলের সম্পূর্ণ জ্ঞান নাই। এছাড়াও গুগল যে শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন তা নয় , গুগলের এমন অনেক সার্ভিস রয়েছে যেগুলো সাধারণ মানুষ এর কাছে অজানা। কিন্তু মজার ব্যাপার এই যে এই সমস্ত সার্ভিস গুলো ব্যবহার করে আপনি আপনার দৈনিক কাজ করার ক্ষমতাকে অনেক বাড়িয়ে তুলতে পারেন। এবং বিভিন্ন রকম কাজকে অতি সহজে পরিচালনা করতে পারেন।

উদাহরণস্বরূপ বলা যায়, গুগল ড্রাইভ, গুগল এর বিজ্ঞাপন পরিষেবা, প্লে স্টোর এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ইত্যাদি সার্ভিস এর সুবিধা পেতে পারেন।

Digital Marketing

এক সময় online marketing  ছিল পণ্য এবং পরিষেবাগুলিকে বাজারজাত করার এক নতুন এবং ভিন্ন উপায়। তবে গত কয়েক বছরের মধ্যেই Digital Marketing এর গুরুত্ব বহু গুন বেড়েছে।

বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং ব্যবসা এবং গ্রাহক এর সম্পর্কের মূল ভিত্তি এবং অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দারিয়েছে। এখন সধু মাত্র একটি website থাকাটাই যথেষ্ট নয়। তার সাথে যথা যত digital marketing কৌশল কাজে না লাগালে , সময়ের কারন আপনাকে পিছিয়ে পরতে হবে। 

আজকাল আমাদের প্রত্যেকটি কাজের সাথে internet জড়িয়ে রয়েছে । আর ঠিক সেই কারনে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা বেশি করে লক্ষ্য করা যাচ্ছে।

Computer

Computer একটি electronic device যা information বা data নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম। যেমন data store, retrieve, এবং process করা। আমরা সকলেই প্রতিদিন computerএ কিছু না কিছু কাজ করে থাকি। শুনলে অবাক লাগবে আমরা প্রতি দিন যে ফোন (যে কোন ধরনের ফোন) টি ব্যবহার করি সেটিও একটি কম্পিউটার। এ থেকে বোঝা যায় আমাদের সামনে বিভিন্ন ধরনের কম্পিউটার ছরিয়ে রয়েছে।

কম্পিউটার কে আমরা বিভিন্ন কাজ করার জন্য ব্যবহার করতে পারি। এবং একটি computer system আমাদের বলা কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন devices বা hardware এর সাহায্য নিয়ে থাকে, এবং সেই devices গুলি একে অপরের সাথে বিভিন্ন ভাবে যুক্ত থাকতে পারে। একে এক কথায় computing environment বলা হয়ে থাকে।

কম্পিউটার সাক্ষরতা হ’ল কম্পিউটার এবং প্রযুক্তি দক্ষতার সাথে ব্যবহার করার জ্ঞান এবং ক্ষমতা।

বা

কম্পিউটার সাক্ষরতার বা Computer literacyর আর একটি  সংজ্ঞা হতে পারে কম্পিউটার হার্ডওয়্যার (computer hardware), সফ্টওয়্যার (software) এবং ইন্টারনেট (Internet) ব্যবহারের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা।

একজন ব্যক্তি কতটা স্বাচ্ছন্দ্যের সাথে কোন কম্পিউটার প্রোগ্রাম (Computer Program) বা অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) ব্যবহার করতে পারে তা বোঝায়। 

বর্তমান যুগে কম্পিউটার স্বাক্ষরতা একটি খুব গুরুত্বপূর্ণ দক্ষতা হিসাবে বিবেচিত হতে শুরু করেছে । নিয়োগকর্তারা এমন কর্মচারী চান যাদের basic computer skills আছে কারন আজকাল অধিকাংশ কর্ম ক্ষেত্রই computer operated অর্থাৎ কম্পিউটার দ্বারা পরিচালিত হয়।

Operating System

কম্পিউটারে অপারেটিং সিস্টেম (Operating system) এর প্রয়োজনীয়তা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন অপারেটিং সিস্টেম এর কোন অস্তিত্বই ছিল না।

সুতরাং এই অবস্থায় আমরা কম্পিউটার দিয়ে কি করতে পারি বা কম্পিউটারে কি রাখতে পারি? Operating system না থাকলে কম্পিউটারকে দিয়ে কোন কাজ করাতে হলে আমাদের প্রতি পদক্ষেপে programming জানতে হবে এবং এক একটি কাজ করানোর জন্য আলাদা আলাদা program লিখতে হবে.

এই সমস্ত আলাদা আলাদা প্রোগ্রাম গুলি কম্পিউটারের মধ্যে থাকা বিভিন্ন hardware (যেমন Display, Sound hardware, UART, Timer ইত্যাদি ) গুলিকে দিয়ে কাজ করাবে।

অপারেটিং সিস্টেম না থাকলে আমরা কম্পিউটারকে দিয়ে একই সঙ্গে বিভিন্ন রকম কাজ করাতে পারবো না। এই অবস্থায় কম্পিউটার কোন একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র কাজ করতে পারবে। এতে কোন সমস্যা না থাকলেও কম্পিউটার এর full potential explore করা সম্ভব হবে না।

কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা OSকম্পিউটারে সমস্ত সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার পরিচালনা করে। বেশিরভাগ সময়ে, একই সময়ে বেশ কয়েকটি বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম (Multitasking) কে চলমান থাকতে সাহায্য করে এবং সেগুলির জন্য আপনার কম্পিউটারের কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট (সিপিইউ), মেমরি এবং স্টোরেজ অ্যাক্সেস করতে দেয়।

error: